সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব অসুস্থ নেতাকর্মীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে তিনি বলেন। ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ওবায়দুল কাদের সাহেব বলছেন— বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে ব্যক্তিগত আক্রমণ করছে। ব্যক্তিগত আক্রমণ তো বিএনপি করছে না ওবায়দুল কাদের সাহেব, আপনি কী বলেন? ঘরের মধ্যে থেকে আপনার মানসিক সমস্যা হয়েছে। কারণ আপনাদের দলের অধিকাংশেরই মানসিক সমস্যা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, আপনার ব্যক্তিগত সমস্যা আপনার আত্মীয়স্বজনরাই তুলে ধরছে। আমাদের আর বলার কী দরকার? আমরা কেন ব্যক্তিগত আক্রমণ করব? খবরের কাগজ খুললে বড় বড় হেডলাইন— আপনার ভাই মির্জা কাদেরের নামে মানুষ হত্যার মামলা। আওয়ামী লীগের মধ্যে মারামারিতে অটোরিকশাচালক মারা গেছেন। এটার কী উত্তর দেবেন ওবায়দুল কাদের সাহেব? এটা তো গণমাধ্যমে পত্রপত্রিকায় বড় বড় করে উঠেছে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে রিজভী আরও বলেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার— আপনি ও আপনার ছোটভাই ওখানে, বিএনপির বলার কী আছে? এটা তো গণমাধ্যম বলছে, সাংবাদিকরা বলছেন। আপনি এখন উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে দিলে কোনো লাভ হবে না।
Comments