করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। তার স্ত্রীও করোনা আক্রান্ত হয়েছেন।
করোনা টেস্ট করালে বুধবার রিপোর্ট পজিটিভ আসে। এই তথ্য নিশ্চিত করে সেলিমুজ্জামান সেলিম বলেন, ১০ মার্চ থেকে জ্বরে ভুগছিলাম। পরে স্ত্রীসহ করোনা টেস্ট করাতে দেই। বুধবার দুজনেরই রিপোর্ট পজেটিভ আসে।
তিনি জানান, এখনও হালকা জ্বর ও কাশি রয়েছে। এর বাইরে আর অন্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। ঢাকার বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছি। সেলিম তাদের সুস্থতার জন্য দলের নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
Comments