
জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে রাজধানীর মহাখালীতে প্রায় ১০ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে, যাদের অধিকাংশই কড়াইল বস্তির বাসিন্দা।
বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের (বিপিএমসিএ) উদ্যোগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মহাখালীর টিঅ্যান্ডটি মহিলা কলেজ মাঠে এই সেবা দেওয়া হয়।
‘ফ্রি মাল্টি স্পেশালাইজড মেডিকেল ক্যাম্প’-এর আওতায় এই চিকিৎসা সেবা কার্যক্রম চলার মধ্যে দুপুরে সেখানে যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হোসেন, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ।
এ সময় বক্তব্যে মন্ত্রী জাহিদ মালিক প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের এই উদ্যোগের প্রশংসা করেন।
Comments